Khabor kolkata: পুজোর কেনাকাটার মাঝে কোলকাতার সল্টলেক শপিং মল এ আগুন

Khabor kolkata: পুজোর কেনাকাটার মাঝে কোলকাতার সল্টলেক শপিং মল এ আগুন


Khabor Kolkata: পুজোর কেনাকাটা এখোনো সজোরে চোলছে । আর ভাবুন তো এরকম ভীরের মদ্ধে দূরধোরশো আগুন এর কথা? ভিশন একটা রোমহারশোক ঘটনা ঘোটে গেলো মহা panchomi তে কোলকাতার সল্টলেক এ বোইশাখী মোরে এ অ্যাবস্থিতও Anp Mall এ।

ANP mall এর এ অগ্নি কাণ্ডে mall এর বেসমেন্ট
এ পার্ক অনেকগুলি গারি পারে ছাই হয়ে জায় ।  বেস মেন্ট এ জল না থাকার করনে এই ঘটনা টি আরো ভোয়াবাহো রূপ ধরোন করে।

আগুন লাগার করণ


দমকলের ৯ টি গারি এসে এ অগ্নি কাণ্ড কে সামাল দিতে ৩ঘণ্টা সময় লাগায় । এএনপি মলের বেসমেন্টে যানবাহনে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল বলে অভিযোগ। হঠাৎই স্পার্কটি এসে আগুন ধরল। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং এক দুর্দান্ত রূপ নেয়। সেখানে উপস্থিত লোকেরা তত্ক্ষণাত পুলিশ ও ফায়ার বিভাগকে খবর দেয়। একই সঙ্গে, পুজোর শপিংয়ে নিযুক্ত লোকজনকে সঙ্গে সঙ্গে বাইরে পাঠানো হয়। অল্প সময়ের মধ্যেই একের পর এক নয়টি ফায়ার ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভানোর কাজ শুরু করে। তবে আগুনের শিখা ও ঘন ধোঁয়াশার কারণে দমকল কর্মীরা দেড় ঘন্টা বেসমেন্টে প্রবেশ করতে পারেনি।

Subscribe for our Newsletter

RE-IMAGINING THE WAY
Back to top